About Our National Labour Party (NLP)

সংক্ষিপ্ত পরিচিতি

ন্যাশনাল লেবার পার্টি (এন এল পি) একটি আদর্শভিত্তিক রাজনৈতিক সংগঠন, যার সূচনা ঘটে ১৯৭৭ সালের ২২শে অক্টোবর এবং দীর্ঘ রাজনৈতিক পথচলার অভিজ্ঞতা ও সময়োপযোগী রূপান্তরের অংশ হিসেবে ২০২৩ সালের ২৯শে আগস্ট ঢাকার তোপখানা রোডস্থ শিশু কল্যাণ একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের নাম পরিবর্তন করে “ন্যাশনাল লেবার পার্টি (এন এল পি)” রাখা হয়। এই পরিবর্তন দলটির আধুনিক, সুশৃঙ্খল ও গতিশীল রাজনৈতিক কাঠামো গঠনের প্রতিফলন।

দলটি জন্মলগ্ন থেকে ন্যায়বিচার, সামাজিক সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে শোষণমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। এন এল পি বিশ্বাস করে, একটি গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনের মাধ্যমে জনগণের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব।

জনগণের বিশ্বাস, অধিকার রক্ষা, দারিদ্র্য ও বৈষম্য দূরীকরণ এবং ন্যায়ভিত্তিক উন্নয়নের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের (এন এল পি)র মূল লক্ষ্য। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠাই এন এল পি’র রাজনীতির মূল চালিকাশক্তি।