National Juba Mission

আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ -

_____ আজকের যুবকেরাই আগামী দিনের ভবিষ্যৎ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। এ সময় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সুন্দর দেশ গড়ার প্রত্যায় নিতে হবে যুবকদের শক্তির আশ্রয়ে পৃথিবীকে বদলে দিতে চাই যুবকদের সঠিক পথে পরিচালিত প্রজন্ম থেকে প্রজন্ম যুবদের মধ্যেই সর্বদা লুকায়িত সব বাধা-বিপত্তি, অপসংস্কৃতির বিরুদ্ধে গর্জে ওঠার উজ্জীবিত শক্তি।

বৃদ্ধের প্রজ্ঞা, পরামর্শ আর যুবকদের শক্তি একটি জাতির সমৃদ্ধি অর্জনের সবচেয়ে বড় অস্ত্র হয়ে থাকে। তাই বলা হয়, ‘যুবকই শক্তি, যুবকই মুক্তি’। পৃথিবীর যত মহৎকর্ম সাধিত হয়েছে, মুক্তির উদ্যম হাওয়া যত প্রান্তর বেয়ে প্রবাহিত হয়েছে তার প্রত্যেকটির পেছনে অসামান্য অবদান রয়েছে যুবকদের।
আজকের যুবকেরা সমাজবিজ্ঞানের অনেক যুগান্তকারী আবিষ্কারের সুফল পাচ্ছেন। বৈশ্বিক ব্যবসা বাণিজ্যের প্রভাবের কারণে ঘরে বসেই এখন সহজেই সবকিছু হাতের নাগালে পাওয়া যাচ্ছে। একদিকে তারা যেমন এই পৃথিবী থেকে অনেক আধুনিক যুগের সুবিধা নিচ্ছে তেমনি তাদেরও দেওয়ার মতো অনেক দায়বদ্ধতা আছে।

এই প্ল্যাটফর্ম হবে একটি উন্মুক্ত ও যুক্তিনির্ভর সংলাপের ক্ষেত্র, যেখানে মতবিনিময় হবে গঠনমূলক, পর্যালোচনামূলক এবং ভবিষ্যৎমুখী। একমাত্র যুবকেরাই ইতিহাস অর্জন করে পৃথিবীর ইতিহাসে যারা ইতিহাসের খাতায় নাম লিখিয়াছেন তারা সবাই যুবক,

অর্থাৎ যুবকের রক্ত,ধনির অর্থ আর মুরুব্বিের দোয়া এই কয়েকটি উপাদান থাকলে যে কোন আন্দোলনে জয় লাভ করা যায়। এই ঘুনে ধরা সমাজ কে ভেঙে ডাস্টবিনে ছুড়ে ফেলে একটি সুখী সমৃদ্ধশালী সমাজ বির্নিমান করতে একটি সফল বিপ্লব সংগঠিত করতে যুবকদের ভূমিকা অতুলনীয়।

ন্যাশনাল যুব মিশন

National Juba Mission Gallery