সাম্প্রতিক কার্যকলাপ

সোহাগের খুনিদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে
———————————————-
ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরিফুল (চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান)
————————————————————————————————————————–
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমানের দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম বলেছেন মিডফোর্ডে ব্যবসায়ী সোহাগের হত্যাকারীদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে।

তিনি আজ দলীয় কার্যালয়ে বিকাল ৫.৩০ এক প্রতিবাদ সভায় একথা বলেন, ঢাকা মহানগরী মিটফোর্ডে নির্মমভাবে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সভায় এসব কথা বলেন।
শরিফুল ইসলাম বলেন, অপশাসন-দুঃশাসন এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় টিকে ছিলো। তারা নিজেদের অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য জনগণের ওপর দীর্ঘ পরিসরে জুলুম- নির্যাতন চালিয়েছিলো। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র-ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। আজ যারা ক্ষমতায় যাওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর, তারা যদি পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ না করে, তাহলে তারা ১৫ মাসও ক্ষমতায় টিকতে পারবে না। পতিত ফ্যাসীবাদীরা ২৮ আক্টোবর প্রকাশ্য দিবালোকে রাজপথে পিটিয়ে হত্যা করে লাশের ওপর পৈশাচিক নৃত্য চালিয়েছিলো। তাদের শাসনামলে জনগণের ওপর হেলমেট বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছিলো। কিন্তু এখন তাদের অনুপস্থিতিতে বড় পাথর বাহিনী আবির্ভাব ঘটেছে। তারাই মিডফোর্টে ব্যবসায়িকে পাথর মেরে হত্যা করে নিজেদের বর্বরতার জানান দিয়েছে। তিনি অবিলম্বে সকল প্রকার বর্বরতা বন্ধ, গণহত্যার বিচার, রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করতে অন্তঃবর্তী সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আবু সাঈদ- মুগ্ধের উত্তরসূরীরা ঘরে বসে তামাশা দেখবে না।

তিনি বলেন, আবু সাঈদ-মুগ্ধের দেশে কোন প্রকার সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদার, হেলমেট বাহিনী, রড বাহিনী ও পাথর বাহিনীর স্থান নেই বরং জনগণ এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে। তিনি দৃঢ় প্রত্যয়ের সাথে ঘোষণা করেন যে, ‘আমরা কোন বিশেষ দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নই বরং আমরা সকল প্রকার অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে’।

তিনি প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, ‘অপরাধ দমনে ও জনগণের জানমালের নিরাপত্তা বিধানে জনপ্রশাসনকে জিরো টলারেন্স দেখাতে হবে। এতে যদি আপনারা ভয় পান তাহলে দায়িত্ব ছেড়ে দিয়ে পদত্যাগ করুন। বিপ্লবীরা নতুন করে জনপ্রশাসনকে গণবান্ধব করে ঢেলে সাজাবে, যাতে নতুন প্রশাসন খুনী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে’। তিনি বিপ্লবীদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

আর কত মায়ের বুক খালি হবে
আর কত পিতা তার সন্তান কে হারাবে
আর কত স্ত্রী তার স্বামীকে হারাবে
আর কত বোন তার ভাই কে হারাবে
আর কত ভাই তার ভাই কে হারাবে।

ইসলামের ইতিহাসে বলু তামিমের একটি ঘটনা, যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াত অর্থাৎ অন্ধকার যুগ তখন মেয়ে সন্তান জন্মগ্রহণ পাপ ছিল।
তো এক বনিক বানিজ্য থেকে ফিরে এসে দেখে মেয়ে সন্তান, স্ত্রী ভাবছিল এখন বড় হয়েছে মনে হয় মারবে না স্বামীকে বিশ্বাস করে অকপটে সব ঘটনা বলে দিলেন।
বাবা চিন্তা করল এই মেয়ে বড় হবে বিয়ে দিতে হবে আমি সমাজ পতি এটি কি লজ্জার; এই ভেবে একটি পাহারের নির্জন জায়গায় নিয়ে গেল এর পর গর্ত খনন শুরু করে দিল, গর্ত করছে বাবা দাড়িতে মাটি লাগছে মেয়ে সাফ করছে এরপর যখন গর্ত খনন শেষ হয়ে গেল তখন মেয়ে বুঝতে পারল আমাকে মেরে ফেলবে,মেয়েটি অনেক আর্তনাত করল আমাকে মেরো না আমি মেয়ে দাবি করব না।

বাবার মন নরম হলো না বাবা
পাথর নিক্ষেপ করলেন ফিনকি দিয়ে রক্ত গায়ে লাগল এবং মেয়ে চিৎকার করে বাবা বলে ডাক দিল বাবা বলছে সেই ডাক এখনও আমার কানে আসে।
রাসূলে কারিম (সাঃ) যখন এই বর্ণনা শুনতে ছিলেন তখন রাসূলের চোখ দিয়ে পানি পড়ে দাঁড়ি মোবারক ভেসে যাচ্ছিলেন। রাসূল বললেন একমাত্র ওহির (কোরআন) জ্ঞান না থাকায় মানুষ এভাবে জাহেল হতে পারে।
সেই যুগের মত আজও পাথর নিক্ষেপের মত ঘটনা সমাজে ঘটছে।


তাই ওমর- ই সাম্যবাদ প্রতিষ্ঠা ছাড়া এ কান্না থামবে না।

নৃশংসতা এখন আর কেবল রাজনীতির প্রতিক্রিয়া নয়—এটা আমাদের সমাজের রক্তপ্রবাহে মিশে গেছে।
একসময় এই পাশবিকতা ছিল রাজা-বাদশাহদের দমন-পীড়নের ভাষা, আজ তা হয়ে উঠেছে “ক্ষমতাবান” মানুষের প্রতিশোধ, প্রতিহিংসা বা “ক্ষমতা” দেখানোর উপায়।

আমরা যখন লাঠি, চাপাতি বা পাথর হাতে তুলে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়ি, তখন মনে করি না সে একজন মানুষ—বরং আচরণ করি যেন সে পিষে ফেলার মতো কোনো কীটপতঙ্গ।

এই মনোভাব শুধু আইনশৃঙ্খলার ব্যর্থতা নয়—এটি এক অবক্ষয়িত সমাজের ভয়ঙ্কর প্রতিচ্ছবি।

ফরাসি দার্শনিক রেনে জিরার (René Girard) বলেছিলেন, সমাজ যখন সহিংসতা সামলাতে ব্যর্থ হয়, তখন তা এক ধরনের ‘রিচুয়ালাইজড’ নৃশংসতায় রূপ নেয়, যাতে ব্যক্তি নয়, পুরো সমাজ জড়িয়ে পড়ে।

এই বাংলাদেশে আজ আমরা সেই অবস্থার কাছাকাছি পৌঁছেছি।

এই নৃশংসতার দায় কেবল রাজনীতির নয়—এটা আমাদের সম্মিলিত সামাজিক ব্যর্থতা। অবশ্যই সরকার ও রাজনৈতিক দলের দায় সবার আগে। কিন্তু এ ধরনের ঘটনা যখন প্রকাশ্য দিবালোকে ঘটে, তখন সম্মিলিতভাবে আমরা কেউই এর দায় এড়াতে পারি না।

প্রতিটি প্রকাশ্য হত্যাকাণ্ডের পেছনে আমরা সবাই কোনো না কোনো রকমে দায়ী—কেউ নীরব থেকে, কেউ উৎসাহ দিয়ে, কেউ অবহেলা করে।

সরকার হয়ত আরেকটা “অপারেশন ক্লিন হার্ট”-এর মাধ্যমে সাময়িক একটা সমাধান দিতে পারে। কিন্তু সমাজের হার্টে যে রোগ হয়েছে, তা ক্লিন করার জন্য প্রয়োজন আরও গভীর ও দীর্ঘমেয়াদী চিকিৎসা।
আসুন আমরা ওমর-ই সাম্যবাদ প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ হই।
————————————————-
মোঃ শরিফুল ইসলাম
দলীয় মুখপাত্র
ন্যাশনাল লেবার পার্টি

কচ্ছপ গতিতে চললে গভীর সংকটে পড়ার সম্ভাবনা আছে।
——————————————————————————————
লায়ন মোঃ ফারুক রহমান

আজ ৮ জুলাই ২০২৫ ইং,রোজ- মঙ্গলবার, জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউন্জ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত
বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের মাগফেরাত কামনায় স্বরণ সভায় বরগুনা-২ আসন ( পাথরঘাটা- বামনা- বেতাগী) গণমানুষের নেতা,ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা; জননেতা লায়ন মোঃ ফারুক রহমান বলেছেন কচ্ছপ গতিতে চলতে থাকলে আমাদের গভীর সংকটে পড়ার সম্ভাবনা আছে; আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি ভালো নির্বাচনের জন্য। ২৪ এর গনঅভ্যুথ্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলে জানিয়েছেন লায়ন ফারুক রহমান।

তিনি বলেন, ‘যেভাবে জাতি ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, ঠিক একইভাবে ২৪’র বীর শহীদদেরও কখনো ভুলবে না। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সময়ে গণআন্দোলনে দেশের মানুষ সুন্দর ভবিষ্যতের আকাঙ্ক্ষায় বারবার অকাতরে প্রাণ দিয়েছেন। কিন্তু এরপরও সাম্য-ন্যায়ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকেছে। বারবার দেশের কাঁধে চেপে বসেছে ফ্যাসিবাদ আর অপশাসনের ভূত।’

এই ধারার অবসান চেয়ে ফারুক রহমান প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ‘আমাদের প্রশ্ন, সবার প্রশ্ন–মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে ? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগমপাড়ায় বসবাস, মালয়েশিয়ার সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে আন্দোলন করেনি। তাদের দাবি ছিল, রাষ্ট্র ও সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা।’

চব্বিশের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের শেকল ছিঁড়ে বাংলাদেশের মানুষ এখন মুক্ত। সেই গণআন্দোলনের শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, সেজন্য এখনো উদ্যোগী হতে আহ্বান জানিয়েছেন লায়ন ফারুক রহমান।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত পরিবেশের সুযোগ কাজে লাগাতে হবে। আরও একবার ভুল করা চলবে না। জনগণের সরাসরি ভোটে, জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়েই শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফভিত্তিক গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে হবে। এর মধ্য দিয়ে শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়।’

রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে স্বরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব, বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম,গণফোরামের সেক্রেটারী সুব্রত বরুয়া,ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, ঢাকা মহানগর সভাপতি মাইদুল ইসলাম আসাদ, মৎসজীবি দলের সুজন শখী,দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সহ সভাপতি রাকিব মন্ডল, শোয়েব, অর্থ সম্পাদক রাজিব ফকির।

উপস্হিত ছিলেন বিএনপি নেতা সাদী,ন্যাশনাল ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।

দুঃসময়ের সাহসী কন্ঠ এনটিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে : লায়ন ফারুক রহমান

আজ ৩ রা জুলাই ২০২৫ ইং রোজ- বৃহস্পতিবার বেলা ১১ টা,এনটিভির ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন ফালু কে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন বরগুনা-২ আসন (পাথরঘাটা- বামনা- বেতাগী) গন মানুষের নেতা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা গরীব দুঃখী মানুষের পরম বন্ধু জননেতা লায়ন মোঃ ফারুক রহমান। তিনি বলেন স্বৈরাচারের সময়ও সাহসিকতার সঙ্গে কথা বলেছে স্বাস্থ্যখাতে সচেতনতামূলক অনুষ্ঠান প্রচারে এনটিভির অবদান প্রশংসনীয়’

ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও ইতিবাচক সংবাদ প্রচারে কাজ করে যাচ্ছে। ২২ বছরে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রেখেছে এনটিভি মানুষের হৃদয় জয় করেছে।

দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ২৩ বছরে পদার্পণ করেছে। এটা একটি টেলিভিশন চ্যানেলের জন্য অত্যন্ত আনন্দের কথা। ২২ বছর সফলভাবে তারা চ্যানেলটি চালিয়েছে এবং বাংলাদেশের সংবাদমাধ্যমে এনটিভি নিঃসন্দেহে প্রথম শ্রেণির ও যোগ্য একটি প্রতিষ্ঠান।বেশ কয়েকটি ক্ষেত্রে এনটিভি বাংলাদেশের মানুষের হৃদয় বিশেষ ভাবে জয় করতে সক্ষম হয়েছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয়। আর ধর্মভিত্তিক কিছু অনুষ্ঠান আছে যেগুলো সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয়।এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে সংবাদকর্মী ভাই-বোন ও এনটিভির দর্শকদেরকে আমার দল ন্যাশনাল লেবার পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এ আরো ফুলেল শুভেচছা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, আলম সর্দার।
উপস্হিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মোঃ শরিফুল ইসলাম, জাতীয়তাবাদী কেন্দ্রীয় সমবায় দলের সদস্য শাহ আলম বাবলু, ঢাকা মহানগর ন্যাশনাল লেবার পার্টির সভাপতি মাইদুল ইসলাম আসাদ,রাজীব ফকির, সুজন সখী, সাগর আহমেদ প্রমুখ।

নির্বাচিত সরকার ছাড়া মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না : লায়ন ফারুক

নারায়ণগঞ্জে ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভায় ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

নির্বাচিত সরকার ছাড়া দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। তা ছাড়া দেশকে স্থিতিশীল করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই।

বুধবার (০২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নারায়ণগঞ্জ জেলা শাখা আয়োজিত ‘জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্যে লায়ন ফারুক এসব কথা বলেন।

১২ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা বলেন, সম্পদ ও সম্ভাবনায়-সমৃদ্ধ প্রিয় বাংলাদেশ বিগত ১৬ বছরেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের নিপীড়নে জর্জরিত ছিল। আওয়ামী দুঃশাসনে ভিন্নমতের মানুষদেরকে অসহনীয় নির্যাতন করে দমন করার চেষ্টা করা হয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, রিমান্ডের নামে অত্যাচার, গুম-খুন, জেল-জুলুম, আয়নাঘর, অপহরণ, বাকস্বাধীনতা হরণ, সভা-সমাবেশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। দুঃসহ এই পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করে গত বছরের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এতে আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা আল ইউসুফ খান টিটু, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র মো. শরিফুল ইসলাম, আসাদুজ্জামান জুয়েল, সুজন শখী প্রমুখ।

ঐকমত্য কমিশনের বৈঠক শেষে

রাষ্ট্রের মূলনীতিসহ ৫ ইস্যুতে দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বেড়িয়ে আসছেন ১২ দলীয় জোটের নেতৃবৃন।
———————————————–

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ২য় ধাপের বৈঠক শেষ হয়েছে । এতে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

অন্য বিষয়গুলো হলো- দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ (উচ্চ কক্ষের নির্বাচন পদ্ধতি), জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) গঠন কাঠামো, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদের নারী প্রতিনিধিত্ব।

বেলা ১১টায় শুরু হওয়া বৈঠকের ৬ষ্ঠ দিনে আজও (বুধবার) যোগ দিয়েছেন বিএনপি জামায়াতসহ ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা। 
আলোচনার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। এ সময় তিনি রাষ্ট্র ও জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সবাইকে কিছুটা ছাড় দিয়ে জাতীয় সনদের জায়গায় ঐক্যে পৌঁছানোর আহ্বান জানান।
বৈঠকে উপস্হিত আছেন
বরগুনা -২ আসন ( পাথরঘাটা – বামনা- বেতাগী) গণ মানুষের নেতা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা লায়ন মোঃ ফারুক রহমান ও জোটের মুখপাত্র এবং এলডিপির চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেলিম।

১৬ জুন সংবাদপত্রের কালো দিবসে লায়ন মোঃ ফারুক রহমান চেয়ারম্যান - ন্যাশনাল লেবার পার্টি

আজকের এই ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন আওয়ামী বাকশাল সরকার সরকারি প্রচারপত্র হিসেবে চারটি পত্রিকা রেখে বাকি সব পত্রিকার প্রকাশনা বাতিল করে দেয়। এতে সাংবাদিকসহ কয়েক হাজার সংবাদকর্মী রাতারাতি বেকার হয়ে দুঃসহ জীবনে পতিত হন। শেখ মুজিব সরকারের ন্যক্কারজনক হস্তক্ষেপের ফলে রুদ্ধ হয়ে যায় গণমাধ্যম, রাজনৈতিক, গোষ্ঠীগত ও বাক-ব্যক্তির স্বাধীনতা। সংবাদমাধ্যম ও বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত। সরকারের এমন নিবর্তনমূলক অধ্যাদেশ জারির দিনটিকে ১৯৭৬ সাল থেকে সাংবাদিক সমাজ সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন

জানা যায়, দেশ স্বাধীন হওয়ার মাত্র তিন বছর পর সংসদে আনা হয়েছিল সংবিধানের চতুর্থ সংশোধনী। গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী এই সংশোধনীর ফলে জাতির ঘাড়ে চেপে বসে একদলীয় শাসনব্যবস্থা বাকশালের জগদ্দল পাথর। এরই ধারাবাহিকতায় ওই বছর ১৬ জুন বিতর্কিত বাকশাল সরকার সব সংবাদপত্র বন্ধ করে দেয়। সরকারি প্রচারপত্র হিসেবে চারটি পত্রিকা সরকারি ব্যবস্থাপনায় প্রকাশ করা হয়। এতে সাংবাদিকসহ কয়েক হাজার সংবাদকর্মী বেকার হয়ে দুঃসহ জীবনযাপনে বাধ্য হন। সংবাদমাধ্যম ও বাক-স্বাধীনতা হরণের ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে এটি একটি কালো অধ্যায়।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ’৭৫ সালের নভেম্বরে সিপাহি-জনতার বিপ্লবে রাষ্ট্রমতায় অধিষ্ঠিত হয়ে সংবিধানে জনগণের কাক্সিক্ষত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে বাকশাল সরকারের সব প্রকার অগণতান্ত্রিক কালো ধারা বাতিল এবং সংবাদপত্রের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করেন।

তবে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে- তখনই সংবাদমাধ্যমকে টার্গেট করেছে। সর্বশেষ ২০০৯ সালে মতায় এসেও একই পথ অনুসরণ করে দলটি। বিগত ১৬ বছরে জনপ্রিয় অনেক সংবাদপত্র, দিগন্ত টিভি, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ানসহ অনেক অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে শত শত সংবাদকর্মীকে বেকারত্বের মুখে ঠেলে দেয়। ফ্যাসিস্ট সরকারের কালো থাবায় সংবাদমাধ্যম ছিল পুরোপুরি শৃঙ্খলিত। সরকারের রক্তচক্ষুর সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয়েছে সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানকে। বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতা অসম্ভব হয়ে পড়েছিল। অকল্পনীয় হুমকির মুখে পড়ে সাংবাদিকদের জীবন ও জীবিকা। সাগর-রুনিসহ অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে। পিটিয়ে আহত করা হয়েছে অগণিত গণমাধ্যমকর্মীকে। 

ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সিকিউরিটি আইনসহ নানা কালাকানুন করে সংবাদপত্র ও সাংবাদিকদের কারারুদ্ধ ও কণ্ঠরোধ করা হয়। অপরদিকে এক শ্রেণীর দলীয় সাংবাদিক সরকারের তোষামোদিতে ব্যস্ত হয়ে পড়ে। এতে সংবাদপত্র ও টেলিভিশন নিরপেক্ষতা হারায়। ফলে গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা কমে যায় ও ক্ষোভের সৃষ্টি হয়।

গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে দেশে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে। তবে এখনো অনেক গণমাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসররা বহাল তবিয়তে থেকে অপতথ্য পরিবেশন করে জাতিকে বিভ্রান্ত করে আসছে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ না থাকায় অনেক গণমাধ্যম স্বপ্রণোদিত হয়ে তোষামোদিতে নেমেছে। এ ছাড়া ডিজিটাল মাধ্যমে ‘ভিউ ব্যবসার’ কারণেও ভুল তথ্য পরিবেশন করছে কোনো কোনো অনলাইন মাধ্যম। এ কারণে সংবাদপত্রের প্রতি জনমনে এখনো পুরোপুরি আস্থা ফেরেনি, যা স্বাধীন সাংবাদিকতার জন্য এখনো চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা সমিতির সদস্যরা

গতকাল ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা সমিতির সদস্যরা পাথরঘাটায় এক মিলনমেলার আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান ভাই,জিয়া পরিষদের President (Rupali Bank) AGM গোলাম সরোয়ার,রুপালী ব্যাংকের AGM সোহেল মামা,রেল মন্ত্রণালয়ের ৩৪তম বিসিএসের কর্মকর্তা সাদেকুল ভাই,সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনোজ কুমার কীর্ত্তনীয়া, পাথরঘাটা সৌদী প্রবাসী হাসপাতালের মালিক আব্দুল জলিল,মাওলানা ফোরকান গাজী,BRACএর কর্মকর্তা মনির হোসেন। পাথরঘাটা পৌরসভার জুলফিকার আলী প্রমুখ।প্রোগ্রামের শেষে পাথরঘাটা বিএনপির আহবায়ক চৌধুরী মো: ফারুক সবাইকে এমন চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

বরগুনা -২ আসন পাথরঘাটা – বামনা- বেতাগীর গণমানুষের নেতা, ১২ দলীয় জোটের শীর্ষ নেতা, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমান এলাকাবাসীর মাঝে কোরবানির গোস্ত বিতরণ করেন।

ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা সমিতির সদস্যরা

গতকাল ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা সমিতির সদস্যরা পাথরঘাটায় এক মিলনমেলার আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান ভাই,জিয়া পরিষদের President (Rupali Bank) AGM গোলাম সরোয়ার,রুপালী ব্যাংকের AGM সোহেল মামা,রেল মন্ত্রণালয়ের ৩৪তম বিসিএসের কর্মকর্তা সাদেকুল ভাই,সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনোজ কুমার কীর্ত্তনীয়া, পাথরঘাটা সৌদী প্রবাসী হাসপাতালের মালিক আব্দুল জলিল,মাওলানা ফোরকান গাজী,BRACএর কর্মকর্তা মনির হোসেন। পাথরঘাটা পৌরসভার জুলফিকার আলী প্রমুখ।প্রোগ্রামের শেষে পাথরঘাটা বিএনপির আহবায়ক চৌধুরী মো: ফারুক সবাইকে এমন চমৎকার আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ১২-দলীয় জোটের বৈঠক

আজ ১২ দলীয় জোট, জাতীয় ঐক্যমত কমিশনের সাথে জাতীয় সংসদ ভবনে এল ই ডি হলে বৈঠকে উপস্হিত আছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান (লেবার পার্টি বাংলাদেশ) লায়ন মোঃফারুক রহমান।

জাতীয় ঐক্যমত কমিশনে প্রেস বিফিং

জাতীয় ঐক্যমত কমিশনে প্রেস বিফিং করছেন ১২ দলীয় জোটের মুখপাত্র, উপস্থিত আছেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান (লেবার পার্টি বাংলাদেশ) লায়ন মোঃফারুক রহমান।

পিজি হাসতাপালে ভর্তি হওয়া বন্ধু নিজাম

সড়ক দুর্ঘটনায় পিজি হাসপাতালে ভর্তি হওয়া বন্ধু নিজামকে দেখতে ছুটে যান ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমানের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ মাঈদুল ইসলাম আসাদ।

পিজি হাসতাপালে ভর্তি হওয়া বন্ধু নিজাম

সড়ক দুর্ঘটনায় পিজি হাসপাতালে ভর্তি হওয়া বন্ধু নিজামকে দেখতে ছুটে যান ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোঃ ফারুক রহমানের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ মাঈদুল ইসলাম আসাদ।

------------শোকবার্তা-----------

জনতার অধিকার পার্টির মহাসচিব এম এ রাজা রহমান এর মমতাময়ী মা আলহাজ্ব সামছুন নাহার ( ৬৮) গতরাত আনুমানিক ২ টায়, চাঁদপুরের নিজ বাসায় ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহী-----রাজিউন। মহান আল্লাহ মরহুমার ভূল ত্রুটিগুলো ক্ষমা করে জান্নাতুন ফেরদৌসের উচ্চ স্থানে অধিষ্ঠিত করুন। আমিন।